Blog

Introduce yourself and your blog

My Latest Posts

ঐতিহ্যবাহী জুম নৃত্যে মেতেছে পাহাড়

খাগড়াছড়ির পাহাড় মেতেছে জুম নৃত্যে। বর্ষায় পাহাড়ে জুম চাষকে কেন্দ্র করেই ক্ষুদ্র নৃ-গোষ্ঠীরা বিশেষ করে চাকমারা এ প্রাণের উৎসব পালন করেন। কীভাবে সকালে জুম চাষিরা হাতে দা, কাঁচি, মাথায় ঝুড়ি নিয়ে ক্ষেতে যান; জুমে তারা কীভাবে কাজ করেন তা এ নৃত্যের মাধ্যমে দেখানো হয়।

খাগড়াছড়ির পাহাড়ে চাকমারা মেতেছে জুম নৃত্যে। ছবি: সময় সংবাদ

খাগড়াছড়ির পাহাড়ে চাকমারা মেতেছে জুম নৃত্যে। ছবি: সময় সংবাদ

জীতেন বড়ুয়া২ মিনিটে পড়ুন

সংশ্লিষ্টরা জানান, চাকমা খাগড়াছড়ি জেলার বৃহৎ জনগোষ্ঠী। অসংখ্য গান ও নৃত্যের সমন্বয়ে চাকমাদের রয়েছে একটি বিশাল সাংস্কৃতিক পরিমণ্ডল। তারা বিভিন্ন ঋতুর ওপর ভিত্তি করে নৃত্যানুষ্ঠানের আয়োজন করে থাকেন। জুম নৃত্য চাকমাদের প্রধান ও ঐতিহ্যবাহী নৃত্য। এ নৃত্যের মাধ্যমে জুম চাষিদের জীবনচিত্র অত্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়।


নৃত্য শিল্পী রিয়া, অনুশ্রী, সুষ্মিতা, নির্ঝরা ও অনুরা চাকমা জানান, জুম নৃত্যকে এক কথায় পাহাড়ের জুম চাষিদের জীবন চিত্রের সার সংক্ষেপ বলা যেতে পারে।


আরও পড়ুন: ত্রিপুরাদের ঐতিহ্যবাহী গরয়া নৃত্যে উৎসবমুখর পাহাড়


তারা বলেন, ‘সামাজিক মূল্যবোধ ধরে রাখা ও অপ সংস্কৃতিরোধ ও শিল্পীদের যথাযথ মর্যাদা ও পৃষ্ঠপোষকতা পেলে এখানে একটি সুন্দর সাংস্কৃতিক পরিমণ্ডল সৃষ্টি হবে।’


স্থানীয় শিল্পী সংগঠক সাচি মং মারমা জানান, পাহাড়ি নৃত্যগীত হতে পারে পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম। তাই পাহাড়ে আরও গতিশীলতা বাড়াতে সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোকে সচল করা জরুরি।


আরও পড়ুন: নৃত্য উৎসবে মঞ্চে দ্যুতি ছড়ালেন দেশের ৪ গুণী নৃত্যশিল্পী


খাগড়াছড়ি জেলা শিল্পকলা একাডেমির সিনিয়র নৃত্য প্রশিক্ষক এ্যামিলি দেওয়ান জানান, এ নৃত্যগীত হতে পারে এলাকার পর্যটকদের বিনোদনের অন্যতম মাধ্যম। পাহাড়ি সংস্কৃতির লালন ও বিকাশের পাশাপাশি শিল্পীরা যাতে নিজস্ব সত্তা ও মর্যদা নিয়ে টিকে থাকতে পারে সে ব্যাপারে সরকারের সু দৃষ্টি রয়েছে; পাশাপাশি জেলা শিল্পকলা একাডেমিও ভূমিকা রাখছে।


খাগড়াছড়িতে সরকারী ৪টি প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট বড় মিলিয়ে খাগড়াছড়ি জেলার প্রায় দুই শতাধিক সাংস্কৃতিক প্রতিষ্ঠান সাংস্কৃতিক অঙ্গনকে এগিয়ে নেয়ার অগ্রণী ভূমিকা রাখছে।

  • Red Crab – Sea Beach
    – MD Omar Faruk • Life takes you down many paths, but the best ones lead to the beach.

• • •

Design a site like this with WordPress.com
Get started